দেশের উন্নয়ন অগ্রগতি সারা বিশ্বে এখন প্রশংসিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে সড়ক ও বাজার উন্নয়নের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুরসহ জেলাব্যাপী উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ১৫০ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ কুশিয়ারা সেতুর নির্মাণ কাজ আগামী বছর শেষ হবে। এছাড়া জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক নির্মাণে ইতিমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।