রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দেয়ালের ফাঁকে আটকা পড়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

দেয়ালের ফাঁকে আটকা পড়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক,বাগাতপিাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় দুই ঘরের দেয়ালের মাঝে আটকে পড়া একটি কুকুরকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বিহারকোল বাজারে ওই ঘটনা ঘটে।ওই বাজারের ব্যবসায়ী রকি কুন্ডু জানান, ঘটনার দিন বেলা ১১ টার দিকে বিহারকোল বাজারে তার দোকান এবং অপর পার্শ্বের সাত্তার মার্কেটের দেয়ালের ফাঁকে কুকুরটি আটকা পড়ে।

জীবন বাঁচানোর চেষ্টা করেও কুকুরটি বের হতে না পেরে ছটপট করছিল। পরে আমরা কয়েকজন মিলে তাকে বের করার চেস্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে তারা দীর্ঘক্ষণ চেস্টা করে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই এবং সেখানে গিয়ে  ৫০ মিনিটের চেস্টায় দুই পার্শ্বের সংকীর্ণ ওয়াল কেটে আটকা পড়া কুকুরকে জীবিত অবস্থায় বের করতে সক্ষম হই।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …