বৃহস্পতিবার , এপ্রিল ১৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ

দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদ্য যোগদান করা ইনচার্জ শাহেদ আল মামুন এর উদ্যোগে ৩৫০ জন হতদরিদ্র, পঙ্গু, নিম্ন আয়ের অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা বিতরণ করেন বড়াইগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ।এসময় উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার, এস আই সাজ্জাদুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এসময় উপস্থিত সকলে বলেন- সদ্য যোগদান করেই ইন্সপেক্টর শাহেদ আল মামুন এই এলাকার হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।

ওয়ালিয়া ফাঁড়ির কর্মরত সকল অফিসার , ফোর্স এবং অত্র এলাকার বিত্তবান ব্যবসায়ী ও সুধীজনদের সহায়তায় এই কার্যক্রমটি হাতে নেন ইন্সপেক্টর শাহেদ আল মামুন।

আরও দেখুন

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিলেন শিরিন-জিয়া দম্পতি

নিজস্ব প্রতিবেদক:রেলের ধারে কুড়িয়ে পাওয়া টাকাসহ পোশাকভর্তি ব্যাগ ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন নাটোরের বাগাতিপাড়ার …