সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / দুস্থ মানুষের পাশে পৌর মেয়র উমা চৌধুরী

দুস্থ মানুষের পাশে পৌর মেয়র উমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
দুস্থ মানুষের পাশে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। রবিবার মাসের প্রথম এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি অসহায় দুস্থদের সহায়তা মাধ্যমেই শুরু করেছেন দিনটি। প্রথমেই ১নং ওয়ার্ডের স্ট্রোক করে হাত, পা নিথর হয়ে বিছানাগত দরিদ্র রহিমা বেওয়াকে তাঁর কষ্ট কিছুটা লাঘব করতে একটি হুইলচেয়ার প্রদান করেন।

পরে ২নং ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া ঝাউতলা বস্তিতে দরিদ্র সুফিয়া বেগমের অভাব অনটনে সংসার তার চলে না। তার দারিদ্র বিমোচনে তাকে একটি সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …