নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মুসলিম গরীব ও দুস্থ নারীদের মাঝে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত ৫০০ শাড়ি বিতরণ করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে ৪৮০টি ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু নিজে উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে ২০টি শাড়ি বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০জন মুসলিম গরীব ও দুস্থ নারীর মাঝে তিনি ওই শাড়ি বিতরণ করেন। সেসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম বলেন, মুসলিম গরীব ও দুস্থ নারীদের স্বচ্ছভাবে তালিকা তৈরি করে মোট ৫০০ শাড়ি বিতরণ করা হয়েছে।