নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈদুল ফিতর উপলক্ষ্যে নন্দীগ্রামে ৫০০ নারীর মাঝে শাড়ি বিতরণ 

ঈদুল ফিতর উপলক্ষ্যে নন্দীগ্রামে ৫০০ নারীর মাঝে শাড়ি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মুসলিম গরীব ও দুস্থ নারীদের মাঝে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত ৫০০ শাড়ি বিতরণ করা হয়েছে। 

নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে ৪৮০টি ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু নিজে উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে ২০টি শাড়ি বিতরণ করেন। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০জন মুসলিম গরীব ও দুস্থ নারীর মাঝে তিনি ওই শাড়ি বিতরণ করেন। সেসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম বলেন, মুসলিম গরীব ও দুস্থ নারীদের স্বচ্ছভাবে তালিকা তৈরি করে মোট ৫০০ শাড়ি বিতরণ করা হয়েছে। 

আরও দেখুন

মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

নিজেস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দাসহ অন্তত ১০জন মিলে …