শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় নাটোরের ফারুক

দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় নাটোরের ফারুক

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাটোরের ফারুক আহমেদ খান। এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার দুপুরে তিনি সনদ ও পুরস্কার গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের অংশীদারিত্বে ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্প গতবছর ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এতে অংশগ্রহণ করেন নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরা উন্নয়ন সংস্থার সভাপতি ফারুক আহমেদ খান। তিনি ‘বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি দমনে প্রতিবেদন’ শীর্ষক রচনা লিখে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনে কৃতিত্ব রাখেন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন গাইবান্ধা জেলার রঘুনাথপুর সোশ্যাল প্রজেকশন কমিটির চেয়ারম্যান জুলফিকুর রহমান ও তৃতীয় স্থান অর্জন করেছেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের ফাইম সেখ। সারা বাংলাদেশ থেকে বাছাই করার পর সেরা ৪টি রচনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোট চাওয়া হয় এবং সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক লাইক, শেয়ার ও কমেন্টস এর ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।

ফারুক আহমেদ খান নাটোর সদরের দিঘাপতিয়া গ্রামের মৃত ফরহাদ খানের কনিষ্ঠ ছেলে। তিনি একজন সমাজসেবক ও চিকিৎসক। তার পরিচালিত উত্তরা উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা, বাল্য বিয়ে রোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখছে। ফারুক আহমেদ খানের এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন, নাটোর সদর উপজেলার ইউএনও জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ব্রিটিশ কাউন্সিলের নাটোর জেলা কর্মকর্তা অমর ডি কস্তা, জেলা এনজিও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন।

আরও দেখুন

নাটোরে নারী কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ কৃষক বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: নাটোরে প্রণোদনার কৃষি উপকরণ না পাওয়ায় এক নারী উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ …