সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুর্নীতিবাজ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষেরদায়িত্ব না দেয়ার দাবিতে মানববন্ধন

দুর্নীতিবাজ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষেরদায়িত্ব না দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজে দুর্নীতিবাজ শিক্ষক হবিবর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব না দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের মদদদাতা হিসাবে আখ্যা দিয়ে দ্রুত অন্য শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যাক্তিতে এ পদে আসীন করার দাবি জানান শিক্ষার্থীরা। সোমবার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনকালে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান রাফী, সাকিব, বিজয় কুমার ও সাইফউদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে হবিবর রহমান সাত মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি কলেজের লাখ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে ভূঁয়া ভাউচারে আত্নসাৎ করেছেন। যা কলেজের অডিটে প্রমাণ হয়েছে। এছাড়া সে সময় তিনি স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের নির্লজ্জ দালালী করেছেন। কলেজের অর্থ দিয়ে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়নসহ তাদের নানা অপকর্মে মদদ দিয়েছেন। সম্প্রতি পুনরায় অধ্যক্ষের বদলী হলে তিনি আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেয়ার অপচেষ্টা করছেন। কিন্তু কলেজের অধিকাংশ শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা কোনভাবেই তাকে মেনে নিবে না। এ সময় তারা অবিলম্বে তাকে বাদ দিয়ে অন্য যোগ্য শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেন তারা।  

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …