শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে

মিষ্টি দিল বিজিবি ও বিএসএফ

নিজস্ব প্রতিবেদক হিলি….
সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার দিয়ে দুই দেশের
সীমান্ত রক্ষিবাহিনীর সদস্যদের মধ্য শুভেচ্ছা বিনিময়।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের
১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা
বিনিময় হয়।
ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি
বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের
কোম্পানি  কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। এসময় ভারতের বিএসএফ সদস্যরাও
মিষ্টি উপহার দেয়। এসময় সেখানে চেকপোস্ট গেটে দায়িত্বরত কর্মকর্তা অসীম
কুমারসহ দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি  কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন
বলেন,দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও
ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি।
আজকেও দুর্গাপূজা উপলক্ষে তাদের ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও
মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …