বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দুর্গাপূজায় টানা ৬ দিন বন্ধের পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি

দুর্গাপূজায় টানা ৬ দিন বন্ধের পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি

রপ্তানি চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক হিলি………..সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়
দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর
দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন
চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক
ছিল। আমদানি-রপ্তানি চালু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরেছে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে হিলি স্থলবন্দর কাস্টমস
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ফেরদৌস
রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,ভারত হিলি এক্সপোর্টর অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং
এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে জানিয়ে ছিলেন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার (৯ অক্টোবর) থেকে
সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত তারা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
রাখার সিন্ধান্ত নেয়। সেই অনুযায়ী টানা ৬ দিন বন্দর দিয়ে পণ্য
আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে
পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান,শারদীয়
দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি
ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার
স্বাভাবিক ছিল।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …