রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় ২ মাদক বিক্রেতা সহ আটক ৩

দুপচাঁচিয়ায় ২ মাদক বিক্রেতা সহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় হিরোইন সহ ২ মাদক বিক্রেতা ও পূর্বের মামলার পলাতক আসামীকে আটক করেছে দুপচাঁচিয়া থানা ।১১ই মে মঙ্গলবার দিবাগত ভোর সাড়ে ৫ টার দিকে দুপচাঁচিয়া পৌরসভা এলাকার পরিত্যক্ত চাতালের সংলগ্ন এলাকায় মাদক বিক্রির সময় ২জনকে আটক ও পূর্বের মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এরশাদ সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডলপাড়াস্থ কুখাত্য মাদক ব্যবসায়ী মৃত-জোব্বারের ছেলে আব্দুল করিমএর বসত বাড়ীতে মাদক(হেরোইন) বিক্রির সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন দুপচাঁচিয়া পৌর এলাকায় কুন্ডু পাড়ার আব্দুর রশিদের ছেলে আইনাল হক(২৮),ডিমশহর এলাকার ওবায়দুল তালুকদার মিন্টুর ছেলে রাজীব হোসেন(৩১),উভয়ের থানা-দুপচাঁচিয়া,জেলা- বগুড়া।

এছাড়াও অপর একটি পূর্বের মামলার এজাহারনামীয় আসামী রুস্তোম আলী(৩৬).পিতা-আফছার আলী,সাং-নুরপুর(চান্দাইল).কে দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামন নাসির সঙ্গীয় ফোর্স সহ নীলফামারী জেলার জলঢাকা-থানাধীন খুটামারা গ্রামস্থ হতে ভোর ছয়টার দিকে গ্রেফতার করে দুপচাঁচিয়া থানায় হাজির করে।

আটক ২ জনকে মাদকদ্রব্য আইনে মামলার দায়ের ও এজাহারনামা আসামী সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …