মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় র‌্যাব ও পুলিশের অভিযানে আটক ৭

দুপচাঁচিয়ায় র‌্যাব ও পুলিশের অভিযানে আটক ৭

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অটক ৭ জনকে করেছে ২৮ আগষ্টরবিবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানাধীন ধাপ-সুখানগাড়ী এলাকার মৃত-অছিরউদ্দিন প্রামানিকের ছেলে মজিবর রহমান(৩০), মোস্তফাপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র রনি(২৪), মৃত-তসলিম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩০) কে ১০পিচ ট্যাপেন্টাডল ও১৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এদের সকলের জেলা-বগুড়া। এবাদে ছাগল চুরির দায়ে দুপচাঁচিয়া মন্ডলপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে রেজানুর রহমান(৪৮),পাওগোছা গ্রামের মৃত-আব্দুল মজিদের ছেলে ফারুক মিয়া(৩২)কে ছাগল সহ আটক করে।

এছাড়াও বগুড়ার র‌্যাব-১২এর যৌথ অভিযানে জিয়ানগর ইউনিয়নের বারুইলপাড়া গ্রামের মৃত-জয়বুল্লাহর ছেলে ভুটুমিয়া ওরফে লেকির (৩২) কে সকল সোনার মুর্তি (লোকনাথ ব্রম্মচারীর) বিক্রির সময় র‌্যাব-১২এর জিওসি-৯৪৮৭আখতারুজ্জামান ফোর্স সহ আটক করে পরবর্তিতে দুপচাঁচিয়া থানায় মামলা দিয়ে আসামীকে হস্তান্তর করে।

রবিবার সকল আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে বলে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …