রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়া মাদক সহ ২জন গ্রেফতার

দুপচাঁচিয়া মাদক সহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫০০ পিচ নেশার ট্যাবলেট ট্যাপন্টাডল সহ ২জনকে গ্রেফতার করে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বকুল সঙ্গীয় ফোর্স সহ সাহারপুকুর বাজার এলাকায় একটি পরিত্যক্ত চায়ের দোকানের পাশে মৃত-অছিরউদ্দিন প্রামানিকের ছেলে মজিবর প্রামানিক(৩৩).মোঃআনছের আলী প্রামাণিকের ছেলে মহিদুল(৩২).এদের উভয়ের সাং-বড় ধাপ, থানা-দুপচাঁচিয়া জেলা -বগুড়া কে মাদক বিক্রির সময় গ্রেফতার করে।

উভয় আসামি দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সোমবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …