বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসায় কোরআন সবক ও ৫ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান

দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসায় কোরআন সবক ও ৫ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কোরআন সবক, ২০১৯সালের ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ২০২১সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাস সমাপনী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৩ (নভেম্বর) মঙ্গলবার সকালে ডিএস ফাজিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ, ডিএস কেজি মাদ্রাসার উপদেষ্টা ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউসুফ আলী, ডিএস কেজি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান, ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আফিয়া রহমান, ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর পক্ষে মাহবুবাহ মোস্তারী মায়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ডিএস ফাজিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ফজলার রহমান বুলু, মুজিবুর রহমান ফকির, নূরে আলম সিদ্দিকী, আক্কাছ আলী, রহমুতুল্লাহ, এদিন ৪র্থ শ্রেণির ৪২জন শিক্ষার্থীকে কোরআন সবক দেন মাদ্রাসার শিক্ষক ক্বারী শফিকুল ইসলাম। ৫ম শ্রেণিতে ২২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাদ্রাসার পক্ষ থেকে অনুপ্রেরণার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। শেষে ৫ম শ্রেণির কাস সমাপনী শিক্ষার্থী ও সকলের জন্য দোয়া করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …