রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দুপচাঁচিয়ার কিশোরী ২৭দিন পর ক্ষেতলাল থেকে উদ্ধার

দুপচাঁচিয়ার কিশোরী ২৭দিন পর ক্ষেতলাল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দুপাচঁচিয়া(বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া থেকে অপহৃত কিশোরীকে ২৭ দিন পর দুপচাঁচিয়া থানার এসআই বকুল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জয়পুরহাট জেলা ক্ষেতলাল থানার মাহমুদপুর গ্রাম হইতে উদ্ধার করে।

থানার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ওই কিশোরীকে তার প্রেমিক মোহাম্মদ জয় কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরন করে। প্রেমিক জয় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ১৮ জুলাই দুপচাঁচিয়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলায় ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এই মামলার তদন্তকারী অফিসার এসআই হোসেন জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপহৃত কিশোরীর অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই আমরা।
তিনি আরো জানান, উদ্ধার হওয়ার পর অভিযুক্ত কাউকে গ্রেফতার করা করা সম্ভব হয়নি তবে কার্যক্রম অব্যাহত রয়েছে ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন ,অপহৃত কিশোরীকে উদ্ধার করে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে কিশোরীর মেডিকেল রিপোর্টের জন্য তাকে শহীদ জিয়া মেডিকেলে ফরেনসিক বিভাগে প্রেরণ করা হবে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …