সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ার আলতাফনগর কেএমএ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দুপচাঁচিয়ার আলতাফনগর কেএমএ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
দুপচাঁচিয়ার আলতাফনগর কেএমএ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনে এ ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোঃ বাবলু(১৩৬), মোঃ জাকের হোসেন(১২৫), মোঃ মোত্তাকিন(১২৩), মোঃ আজমল হক(১২৩) ও মহিলা অভিভাবক সদস্য পদে রিক্তা বানু(১১৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ২৯৮ভোটারের মধ্যে ২২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান।

প্রিজাইডিং অফিসার উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, সুষ্ঠুও শান্তিপূর্ন নির্বাচনে ৪জন অভিভাবক ও সাধারণ সদস্য ১জন অভিভাবক মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …