শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

দুপচাঁচিয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬(নভেম্বর) শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ হাসনাত এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষে শাহীদুর রহমান কয়েন, কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির পক্ষে মুনছুর আলী, সমবায়ী মাহফুজার রহমান দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫০তম জাতীয় সমবায় দিবসের কেক কর্তন ও গাছ বিতরণ করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …