সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ী আটক

দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ী আটক । ১৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানার মাদক বিরোধী অভিযানে কালে দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর এলাকায় নির্জন বাগানে সাজাপুর গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে গোপাল মন্ডল(৩৩) নব মুসলিম নতুন নাম সজীব,মৃত-মফিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(৩৫),মধ্য সরদারপাড়া এলাকার আবেদআলীর ছেলে আইনুল শেখ(৩৩).এদের সকলের থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া,জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হাড়গোছা গ্রামের ছনচাঁ খাঁয়ের ছেলে মিলন(২৬).কে জুয়া খেলা সময় জুয়ার সরঞ্জামাদী সহ আটক করে ।

আটক কৃতদের কাছ থেকে =৯৫০/=(নয় শত পঞ্চাশ) টাকা সহ খেলার অন্যান্য দ্রব্যাদি জব্দ করে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জুয়াড়ীদেরকে আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে সকল জুয়াড়ীদের বিরদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …