শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় ৪১টি পূজা মন্ডপে প্রতিমার কাজে শিল্পীরা তুলির ছোঁয়ায় ব্যাস্ত

দুপচাঁচিয়ায় ৪১টি পূজা মন্ডপে প্রতিমার কাজে শিল্পীরা তুলির ছোঁয়ায় ব্যাস্ত

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ৪১ টি পূজা মন্ডপে প্রতিমার কাজে শিল্পীরা তুলির ছোঁয়ায় ব্যাস্ত । করোনা মহামারী ভাইরাস থেকে মানুষ কিছুটা হলেও স্বস্তিতে ও আনন্দ মুখোরভাবে ধর্মীয়উৎসব পালন করছে। এবার হিন্দু(সনাতন)ধর্মের বড় উৎসব শ্বারদীয় দূর্গাপূজা বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় মোট ৪১টি মন্দিরে দূর্গপূজা অনুষ্ঠিত হবে বলে জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস।দুপচাঁচিয়া পৌর এলাকায় ১৪টি,গবিন্দপুর ইউনিয়নে ৮টি, চামরুল ইউনিয়নে ৩টি,জিয়ানগর ইউনিয়নে ১টি,গুনাহার ইউনিয়নে ৩টি,তালোড়া পৌর এলাকায় ৫টি ও তালোড়া ইউনিয়নে ৭টি সহ মোট ৪১ টি পূজা মন্ডবে দূর্গা পূজা আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শ্বারদীয় দূর্গোৎসব পালিত হবে।ইতিমধ্যে প্রায় মন্ডপে প্রতিমার কাঠামো তৈরি ও মাটির কাজ শেষ পর্যায়ে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …