নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া থেকে ৫ জুয়াড়ী আটক করেছে দুপচাঁচিয়া থানা ।আজ ১২ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে সাত টার দিকে দুপচাঁচিয়া থানাধীন শুনল্যা সাকিনস্থ হইতে ৫ জনকে আটক করে । দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল রোববার সকাল সাড়ে সাত টার দিকে দুপচাঁচিয়া থানাধীন শুনল্যা সাকিনস্থ মৃত-জালাল প্রাং এর ছেলে আনিছুর রহমান((২৫),তার নিজ শয়নকক্ষে প্রকাশ্যে জুয়া খেলার অবস্থায় জুয়ার সরঞ্জামাদী সহ ৫ জনকে আটক করে।আটক কৃতদের কাছ থেকে ২(দুই)সেট তাস এবং ২ হাজার ৩ শত আশি টাকা জব্দ করেন।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া থানার শুনল্যা গ্রামের মৃত-নমির উদ্দিন মন্ডলের ছেলে রেজাউল করিম(৩৫),মৃত-আকাম উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম(৩০), মোখলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান(২৮), আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশেদুল ইসলাম(২৪) উভয়ের সাং-শুনল্যা, সর্ব থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া। আটককৃত ৫ জনকে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে মামলার দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …