সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দুপচাঁচিয়ায় হিরোইন সহ আটক- ১

দুপচাঁচিয়ায় হিরোইন সহ আটক- ১


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া থেকে হিরোইন সহ ১ মাদক বিক্রেতা আটক করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। আজ (১৭ আগস্ট) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুপচাঁচিয়া পৌরসভার থানা বাসষ্ট্যান্ড এলাকায় ধাপের হাটের যাওয়ার পশ্চিম পার্শ্বে জনৈক খোকার গ্যারেজের সামনে পাকা রাস্তার মাদক বিক্রির সময় ১ জনকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোসাদ্দেকুল ইসলাম সেতু সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে দুপচাঁচিয়া পৌরসভার থানা বাসষ্ট্যান্ড এলাকায় ধাপের হাটের যাওয়ার পশ্চিম পার্শ্বে জনৈক খোকার গ্যারেজের সামনে পাকা রাস্তার পার্শ্বে মাদক বিক্রি করার সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় ১ জনকে আটক করে।

আটককৃত ব্যাক্তি দুপচাঁচিয়া পৌরসভার চক সুখানগাড়ি এলাকার মৃত মোজাম্মেল শেকের ছেলে আজিজুল শেখ(৩৬)। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …