নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া (বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুপচাঁচিয়ার থানা পুলিশ। গত ৭ আগষ্ট শনিবার পৌর সদরে মহাশ্বশ্বান কালীবাড়ী গেট সংলগ্ন এলাকা থেকে ৫ গ্রাম হিরোইন সহ তাদেরকে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাসেল আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ দুপচাঁচিয়া থানাধীন পুরাতন বাজার হতে তালোড়াগামী রাস্তায় যেতে মহাশ্মশান কালীবাড়ী গেট সংলগ্ন এলাকায় হিরোইন বিক্রি করার সময় পুলিশের আসা টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে। এ সময় ২ জনকে মাদক বিক্রি করার সময় পুলিশ অভিযানে ৫ গ্রাম হিরোইন সহ জব্দ করেন।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া সদর মন্ডলপাড়া মহল্লার মৃত-আব্দুল জব্বার এর ছেলে আব্দুল করিম(৪৭), দুপচাঁচিয়া সদর মন্ডলপাড়া মহল্লার মৃত সোলায়মান মহল্লদারের ছেলে সুইট মহল্লদার(৪৮)।
উল্লেখ্য, উক্ত আটককৃতদের বিরুদ্ধে থানায় অনেকবার মাদক সহ ধরা খেলে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …