নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বুধবার উপজেলার চামরুল ইউনিয়নের পোথাট্টি বাজারে প্রধান অতিথি হিসাবে এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ব্যবসায়ী আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, চামরুল ইউনিয়ন জাপার সভাপতি জহুরুল ইসলাম, ট্যাগ অফিসার মুনছুর আলী, ডিলার আবুল কালাম প্রমুখ।
চামরুল ইউনিয়নের ১হাজার ৩’শ ৫৩জন সুবিধাভোগীর মধ্যে এ পর্যন্ত ১হাজার ১২জন সুবিধাভোগীর ডাটাবেজ তৈরি হওয়ায় প্রথম পর্যায়ে ওইসব সুবিধাভোগীদের মাঝে ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ডাটাবেজ তৈরি সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …