মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় সোভা অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত ভবনে পাঠদানের উদ্বোধন

দুপচাঁচিয়ায় সোভা অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত ভবনে পাঠদানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় এনজিও সোভা এর আয়োজনে সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত ভবনে পাঠদানের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দুপচাঁচিয়ার তিষিগাড়ী এলাকায় এ নবনির্মিত ভবনে ফিতা কেটে পাঠদানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।

এ উপলক্ষে বিদ্যালয় কক্ষে পরিচালনা কমিটির সভাপতি ও সোভার নির্বাহী পরিচালক আনোয়ার উল আজাদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর বিপ্লব হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, শিক্ষক আহম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল প্রমুখ। এসময় থানার এসআই শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয় কাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

অন্যায়-অনাচার দূর করতে ইমাম 

মুয়াজ্জিনদের ভূমিকার কোন বিকল্প নেই- সমাবেশে বক্তারা নিজস্ব প্রতিবেদক রাণীনগর ,,,,,,,,,,,,, ইমাম মুয়াজ্জিন সমাবেশে বক্তারা  …