নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় সাংবাদিক আবু রায়হানকে প্রাণনাশের হুমকি প্রদান করেছেন স্থানীয় এক কিনিক ব্যবসায়ী। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ২৬জুন রোববার দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। আবু রায়হান দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক উত্তর কোন পত্রিকার দুপচাঁচিয়া প্রতিনিধি এবং উপজেলা প্রেসকাবের সহপ্রচার সম্পাদক।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে আছমা কিনিকের মালিক আব্বাস আলী বহুতল ভবন নির্মান করছেন। ওই ভবনের পেছনে আবু রায়হান এর বাবার জায়গার রয়েছে। আবু রায়হান স্থানীয় পৌর কাউন্সিলরকে মৌখিকভাবে উক্ত কিনিক মালিককে রাস্তা ছেড়ে ভবন নির্মান করার জন্য অবগত করতে বলেন। সে মোতাবেক পৌর কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি দেখেন। এরপর রায়হানের বাবা আফজাল হোসেন গত ১৬জুন দুপচাঁচিয়া পৌরসভায় একটি লিখিত অভিযোগ দেন। এর পর হতে রায়হানকে আব্বাস আলী ও তার ছেলে রাশেদুল ইসলাম বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আবু রায়হান তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …