শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের কর্মশালার উদ্বোধন

দুপচাঁচিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের কর্মশালার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
নারীরা সমাজে মাথা উচুঁ করে একদিন তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাবে,এটায় রাষ্ট্রের একমাত্র দায়িত্ব।আপনারা নারীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার জীবদ্দশায় দেখেছেন আপনাদের মা-খালারা যে অবস্থানে ছিল আপনারা কিন্তু সেই অবস্থানে নাই। সেই অবস্থান থেকে কিছুটা হলেও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। পরিপূর্ণমাত্রায় আপনারা উন্নতি, অগ্রগতির যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তা হয়তো হয়নি। কিন্তু পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। একসময় আপনাদের মা-খালারা বাড়ি থেকেই বের হওয়ার চিন্তা করতেন না। আজকে আপনারা এখানে এসে সকলের সঙ্গে মিশে সভা করতে পারছেন, বক্তব্য দিতে পারছেন, আপনাদের মতামত তুলে ধরতে পারছেন। সমাজের এই স্বাধীন অবস্থা একদিনে তৈরি হয়নি। এটি ক্রমশ রাষ্ট্রীয়ভাবে গৃহিত নানান ধরনের পদক্ষেপ, পলিসি ও নীতিমালা গ্রহণের ফলে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। নারীরা সমাজের সবজায়গায় নের্তৃত্ব দেয়া শুরু করেছে। নারীরা কর্মে অনেক এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নারী হওয়ার কারণে তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

আজ সোমবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ হলরুমে তথ্য অফিস বগুড়ার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়)” শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় নারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের এনাউনসার জুলফিকার আব্দুর রউফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার(রুঃদাঃ) কবির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, শাহজাহান আলী, এসএম হেলাল, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, একাডেমিক সুপারভাইজার শাহ মাহমুদুন নবী, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কাবেরী।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …