সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দুপচাঁচিয়ায় র‌্যাবের হাতে নকল সোনার মূর্তি সহ ২ জন আটক

দুপচাঁচিয়ায় র‌্যাবের হাতে নকল সোনার মূর্তি সহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া থেকে নকল সোনার মুর্তি বিক্রির সময় ২জনকে আটক করেছে র‌্যাব-১২। গত ২৫(আগষ্ট) বুধবার রাত সোয়া তিনটার দিকে দুপচাঁচিয়া থানাধীন সদর ইউনিয়নের হরিণগাড়ী মন্ডলপাড়াপস্থ এলাকা হতে নকল সোনার মুর্তি (যার ওজন ১কেজি ৬৪০ গ্রাম.) সহ তাদেরকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান আলী জানান, বগুড়া র‌্যাব-১২ নায়েব সুবেদার রাজু আহম্মেদ, এসআই(নিঃ) ফিরোজ সরকার সঙ্গীয় ফোর্স সহ একটি টহল পার্টি বুধবার রাত সোয়া তিনটায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার সদর ইউনিয়নে হরিণগাড়ী এলাকার পাকা রাস্তার উপরে ২জন দাঁড়িয়ে থাকলে র‌্যাবের ফোর্সকে দেখে পালানোর চেষ্টা করলে এ সময় ২ জনকে আটক করাকালে র‌্যাবের অভিযানে নকল সোনার মুর্তি জব্দ করেন।

আটককৃতরা হলেন দুপচাঁচিয়া সদর ইউনিয়নের সাজাপুর গ্রামের মৃত-হবিবর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(৪৮), মৃত- আঃ রহিম প্রামানিকের ছেলে রেজাউল প্রামানিক(৫০)। উল্লেখ্য র‌্যাব-১২ এর নায়েব সুবেদার রাজু আহম্মেদ আটক ২ জনের বিরুদ্ধে এজাহার সহ উদ্ধারকৃত আলামত নকল সোনার মুর্তি যার ওজন(১ কেজি ৬৪০ গ্রাম) দুপচাঁচিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য ,তাহারা দীর্ঘদিন যাবৎ নকল সোনার মুর্তি সহ বিভিন্ন ধরনের মুর্তি দেখিয়ে বিভিন্ন ক্রেতার কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো বলে জানা যায়। জব্দকৃত আলামত সহ আটককৃত ২ জন প্রতারকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …