বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় র‌্যাবের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা সহ ২ মাদক বিক্রেতা আটক

দুপচাঁচিয়ায় র‌্যাবের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা সহ ২ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া থেকে ২ মাদক বিক্রেতা আটক করেছে র‌্যাব-১২। গত ৬ আগষ্ট শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চৌমুহনী বাজার এলাকা থেকে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব-১২ সুবেদার আখতারুজ্জামান এর নের্তৃত্বে একটি টহল পার্টি শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুপচাঁচিয়া থানাধীন চৌমুহনী বাজারস্থ “রাজিমুদ্দিন সুপার মার্কেটের মা গার্মেন্টস” এর দোকানের পার্শ্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় ২ জনকে মাদক বিক্রি করাকালে র‌্যাবের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জব্দ করেন। আটককৃতরা হলেন দুপচাঁচিয়া সদর পালপাড়া মহল্লার মৃত-জয়দেব পালের ছেলে রনি পাল(২১), সদর ইউনিয়নের তারাজন গ্রামের মৃত-আব্দুর সোবাহানের ছেলে রাসেল আহম্মেদ(২১)।

উল্লেখ্য র‌্যাব-১২ এর সুবেদার আখতারুজ্জামান আটক ২ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এজাহার সহ উদ্ধারকৃত আলামত ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট দুপচাঁচিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …