নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ১ লক্ষ ৮২ হাজার টাকার মাদক সহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে র্যাব-১২ বগুড়ার একটি টহল টিম। দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মানিক মিয়া সঙ্গীয় ফোর্স সহ একটি টহল টিম দুপচাঁচিয়ায় অবস্থান কালে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া থানাধীন গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজারের সংলগ্ন এলাকায় পরিত্যাক্ত একটি চাতালের পার্শ্বে নিশার ট্যাবলেট ট্যাপেন্টাডল মাদকদ্রব্য হিসাবে বিক্রি করছে খবর পেয়ে র্যাব সেখানে উপস্থিতি হলে মাদক বিক্রেতা পালিয়ে যাবার চেষ্টা করলে ৩ জনকে আটক করে বগুড়া র্যাব-১২ অফিসে নিয়ে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে।
ধৃত মাদক বিক্রেতারা হলেন দুপচাঁচিয়া থানার গোবিন্দপুর গ্রামের গফুর প্রামানিকের ছেলে জাহেদ আলী(২৭),আলীমুদ্দিনের ছেলে রাসেল(২৬),হারেজ মিয়ার ছেলে সোহেল মিয়া(৩০),সকলের জেলা-বগুড়া। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা=১ লক্ষ ৮২ হাজার ও ১৮৫ পিচ নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল জব্দ করে। উল্লেখ্য,দুপচাঁচিয়া থানাধীন মাদক কে কোনভাবে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা।কিছু এলাকায় এক ধরনের মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে যাচ্ছে। প্রশাসন এদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পরও দিদারছে মাদক বিক্রি করেই যাচ্ছে। শুধু প্রশাসন দিয়ে অপরাধ দমন করা যাবেনা, এর জন্য স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
এই ঘটনায় শনিবার ২৫ শে জুন সন্ধ্যায় দুপচাঁচিয়া থানায় র্যাবের-১২ পক্ষ থেকে জব্দকৃত মাদক সহ আটক ৩ জনকে হস্তান্তর করে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রবিবার সকালে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …