শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
মুজিব শতবর্ষ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় পৌর ছাত্রলীগের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১০(অক্টোবর) বিকালে তালোড়া খাদ্যগুদাম এলাকায় ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাড়ীবেলঘরিড়া শাওন একাদশ ক্রিকেট টিম ১৩৫ রানে রুবেল একাদশ ক্রিকেট টিম স্বর্গপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ার এর দায়িত্ব পালন করেন শংকর কুমার রাজভর ও ফয়সাল।

খেলা শেষে তালোড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান মেহেদীর পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন তালোড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া চাউলকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নূর-এ-আলম চৌধুরী পারভেজ, আ’লীগ নেতা এমকেএইচ তরফদার খোকন, উপজেলা যুবলীগের সহসভাপতি হাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান প্রমূখ।

সভাশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নেতাদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পৌর ছাত্রলীগ নেতা বাবু প্রামানিক, মোহাম্মাদ বাপ্পি, সুস্ময় সাহা সহ ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …