নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবু তাহির উপজেলার ভালী গ্রামের আসলাম হোসেনের এ জরিমানা করেন। এছাড়াও এদিন দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক না পড়ে স্বাস্থ্যবিধি অমান্য করে ঘোরাফেরার অপরাধে ৩ব্যক্তির ১’শ টাকা করে ৩’শ টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই বকুল হোসেন, উপজেলা প্রশাসনের পেশকার জিল্লুর রহমান প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবু তাহির জানান, বালু, মাটি উত্তোলন ব্যবস্থা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন করায় আসলাম হোসেনের এ জরিমানা করা হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …