শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দুপচাঁচিয়ায় বিভিন্ন মোবাইল থেকে ডিবি ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

দুপচাঁচিয়ায় বিভিন্ন মোবাইল থেকে ডিবি ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারক চক্রের একটি সংগবদ্ধ দল বেশ কিছুদিন থেকে নামে বে-নামে বিভিন্ন মোবাইল ড্রাইভাট করে কখন ডিবি, কখন র‌্যাব-১২, কখনও বা দুপচাঁচিয়া থানার পরিচয় দিয়ে থানা এলাকায় ফোন করে চাঁদার দাবী করে। শনিবার রাত সাড়ে দশটার দিকে দুপচাঁচিয়া পৌরসভার ৪ নং-ওর্য়াড কাউন্সিলর ইউনুছ আলী মহলদার(মানিক) এর কাছে অত্র থানার এসআই জাহাঙ্গীর হোসেনের পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবী করে। সে টাকা দিতে অস্বীকার করলে কিছু সময় পার করে উক্ত কাউন্সিলর থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সাথে ফোনে কথা বলার পর ফোন নাম্বারটি তাহার নয় বলে জানান তিনি।

৪নং ওর্য়াড কাউন্সিলর ইউনুছ আলী মহলদার (মানিক) থানায় এসে থানার অফিসার ইনচার্জ হাসান আলী কাছে বিষয়টি নিয়ে আলাপ ও আলোচনা করার পর এই সব প্রতারক চক্রের বিরুদ্ধে ও বিভিন্ন মোবাইল ফোনের নাম্বারগুলোর ব্যাপারে প্রশাসন তাদের কে ধরার চেষ্টা করছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জানান, এ ধরনের প্রতারক বিভিন্ন নাম্বার দিয়ে পুলিশ কর্মকর্তা, ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবী করলে সাথে সাথে নিকটস্থ থানায় জানানোর জন্য সকল এলাকা বাসীকে জানিয়ে দিয়েছেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …