রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় প্রথমদিনে লকডাউনের শিথিলতার অস্বাভাবিক চিত্র

দুপচাঁচিয়ায় প্রথমদিনে লকডাউনের শিথিলতার অস্বাভাবিক চিত্র

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
সারা বাংলাদেশ ন্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা লকডাউন ও বিধি নিষেধ তুলে নেওয়া বা শিথিল করার প্রথম দিনের দুপচাঁচিয়ার চালচিত্র একেবারেই অন্যরকম। বড়-ছোট সকল ব্যবসায়ী মধ্যে এক ধরনের আনন্দের ছোঁয়া দেখা গেছে। আজ ১৫ জুলাই সকাল থেকে রাস্তাঘাটে, কাঁচা সহ বিভিন্ন ধরনের মার্কেটগুলোতে চোখে পড়ার মত অস্বাভাবিক ভীড়।

গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত লকডাউন সহ কঠোর বিধি নিষেধ শেষে পেটের দায়ে সকল পেশাজীবি মানুষ রোজগারের তাগিদে ঘর থেকে বেরিয়ে পরে। দুপচাঁচিয়া উপজেলার সুনামধন্য উত্তরবঙ্গের বৃহত্তম হাট ধাপ সুলতানগঞ্জ হাট। এ-হাটে সব ধরনের কেনাকাটার জন্য সকাল থেকে চোখে পরার মত ভীড় দেখা গেছে আজ বুহস্পতিবার ধাপের হাটের কারণে গরু, ছাগল ভটভটিগাড়ী করে বিক্রির জন্য নিয়ে আসে, গুরুত্বরপূর্ণ মার্কেটগুলো সকাল থেকে নারী ক্রেতাদের ভীড়ে রাস্তাগুলো পর্যাপ্ত যানযট দেখা যায় এবং লক্ষ্য করা যায় অধিকাংশ নারী ক্রেতাদের মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটে কেনাকাটা করতে দেখা যায়। এ যেন সরকারের সিদ্ধান্ত শুধু ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ।

আরও দেখুন

লালপুরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,১৭ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার ঈশ^রদী ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে শান্তি ওকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …