শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল বারিক(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বারিক ক্ষেতলাল উপজেলার ফাঁসিতলা বারাইল এলাকার ভাদু মন্ডলের ছেলে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর বড়িয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রিফাত(১৭) ও মারুফ(১৯) নামের আরও দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার জিয়ানগর বড়িয়া ব্রীজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বারিককে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপরদিকে শনিবার দুপুরে দুপচাঁচিয়া-শিবপুর রাস্তার খনিহারা নামক স্থানে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাবু সরদার(৩৬) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত বাবু উপজেলার চামরুল ইউনিয়নের সাজাপুর গ্রামের তছলিম সরদারের ছেলে। এ ঘটনায় আরোহী কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা এলাকার আলামিন(৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জন হাসান আলী পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবারে একজন ও শনিবারে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …