নিজস্ব প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৪ । ২৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানাধীন সাহার পুকুর বাজারে ’নাছিম অটোস নামক মটর সাইকেল মেকানিসের দোকান হতে ১টি চোরাই ১১০ সিসি মোটরসাইকেল যাহার রেজিঃ-গাইবান্ধা-হ-১৩-৪৪৭৩,কালো রঙে উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামী হলো দুপচাঁচিয়া থানাধীন আমষট্ট এলাকার জসিম উদ্দিনের ছেলে ওয়াহেদুর রহমান টুটুল(৪৩), কইল উত্তরপাড়া আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ(১৯), মৃত- আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলাম(৩৩), ধোকরকোলা মহল্লার মোবারক আলীর ছেলে ফয়সাল(২৪), দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামীদের বিরুদ্ধে ১৮৬০ সালের ৪১৩ পেনাল কোডে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাং- ২৬/১২/২০২২ইং উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির মোবাঃ ০১৭৫৭৯৭২২১০ দুপচাঁচিয়া, বগুড়া।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …