সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা সহ আটক ২

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া পুলিশের অভিযানে মাদক বিক্রেতা সহ আটক ২। ১৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া এগারোটায় দিকে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ জনকে মাদক বিক্রির সময় আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ জানান, এসআই নিয়ামন নাসির সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে দুপচাঁচিয়া থানাধীন সাবলা গ্রামের ইদ্রিস মন্ডল এর ছেলে আবুল কালাম আজাদ(৫০) গাঁজা বিক্রি করার সময় পুলিশ উপস্থিত হলে মাদক বিক্রেতা পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় আটক করা হয়। আটক আজাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এছাড়াও একই তারিখে রাত ১১টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি দুপচাঁচিয়া থানাধীন খানপুর গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে শামসুল হক প্রাং কে গ্রেফতার করে। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় আটক আবুল কালাম আজাদকে মাদকদ্রব্য আইনে মামলা ও ওয়ারেন্ট আসামী শামসুল হক সহ ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …