নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া পুলিশের অভিযানে ৬ জুয়ারু আটক। ২৬ জানুয়ারী বুধবার রাত সোয়া ৭টায় দিকে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার খেলার সরঞ্জামাদী সহ ঘটনার স্থল হতে ৬ জনকে আটক করে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান আলী জানান, এসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৭টার দিকে দুপচাঁচিয়া থানাধীন বেরুঞ্জ গ্রামের সিংগারগাড়ী বিলের পাশ হতে জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৬ জন জুয়ারু প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটক কৃত জুয়ারু হলো মৃত-বাদেশ প্রাং এর ছেলে রিপন প্রাং(২৫).সাং-আটগ্রাম,মৃত-আব্দুল জলিলএর ছেলে শহিদুল ইসলাম(৫৫),সাং-তালুচ,উভয়ের থানা-দুপচাঁচিয়া,পিতা-আইমুদ্দিন এর ছেলে আলম(৫০),থানা-শিবগঞ্জ,সর্বজেলা-বগুড়া।পিতা-ফরহাদ উদ্দিন এর ছেলে ফরিদ উদ্দিন(৪৫),মৃত-কাশেম মন্ডলএর ছেলে মোখলেছার রহমান(৫৪), উভয়ের সাং-পোলিঞ্জ,মৃত- আফতাব উদ্দিন এর ছেলে আফজাল হোসেন(৫৫),সাং-দেওতহার, সর্ব থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট। আটক জুয়ারুদের কাছ থেকে নগদ ২ হাজার দু’শত টাকা সহ তিন সেট তাস জব্দ করে। আটক ৬ জন জুয়াকে ১৮৬৭ সালের ১১ এর ধারায় প্রকাশ্য জুয়া আইনে মামলার দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …