নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় আব্দুল মোমিন নামের দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত মোমিন উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে।
জিয়ানগর ইউপির সাবেক সদস্য কায়ছার আলী জানান, ঘটনার দিন সকালে মোমিনের পরিবারের লোকজন বোরো ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত ছিলেন। এসময় সকলের অগোচরে শিশু মোমিন বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে মোমিনকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন সাড়ে ১০টার দিকে মোমিনের মরদেহ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুপচাঁচিয়া থানার এসআই আলেফ উদ্দিন শিশু মোমিন পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …