শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিমূলক একদিনের প্রৃশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর আয়োজনে ও দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বাস্তবায়নে গতকাল শনিবার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহানাজ পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব(প্রশাসন অনুবিভাগ) মোঃ শাহ্ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধিদপ্তরের লাইন ডাইরেক্টর(আইইসি) ও পরিচালক আইইএম আমির হোসেন, রাজশাহী পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর আইইএম আছমা হাসান, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। একদিনের এ প্রশিক্ষন কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অধ্যক্ষ, ইমাম, সাংবাদিক, উপকারভোগী নারী ও শিক্ষার্থী সহ ৩৫জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …