নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে জুয়া নিরোধকল্পে ৫ জুয়াড়ী সহ আটক ৬ । ১৪ই মার্চ সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুলিশের অভিযানে জুয়া নিরোধকল্পে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান আলী জানান, এসআই নিয়ামন নাসির, এএসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ জুয়া নিরোধকল্পে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া এক টার দিকে বিশেষ অভিযান পরিচালনাকালে দুপচাঁচিয়া থানাধীন তালুচ পশ্চিমপাড়া জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদী সহ ৫ জনকে আটক করে বাঁকিরা তাৎক্ষনিক পালিয়ে যায়। আটককৃত হলো মৃত-আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন(৪০), মৃত-শুনজান এর ছেলে রাজ্জাক সরদার(৪৫),উভয়ের সাং-ঝাঝিরা, মৃত-অছিম মোল্লার ছেলেনুরুল ইসলাম(৪৩), মৃত-কফিল উদ্দিনের ছেলে আবু কালাম(৪২),উভয়ের সাং-তালুচ।
মৃত- আবুল হোসেনের ছেলে মোশারফ সোনার(৪২)। এদের সকলের থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া। আটককৃত দের কাছ থেকে নগদ ১৬ হাজার ২ শত টাকা, ৪টি মোবাইলসেট ও ৮ সেট জুয়া খেলার তাস জব্দ করে। এ ছাড়াও দুপচাঁচিয়া থানা এলাকায় জরুরী ডিউটি কর্মকর্তা এসআই বকুল ফোর্স সহ বিভিন্ন এলাকায় টহল অবস্থায় গত ১৩ই মার্চ বগুড়া টু নঁওগা গামী মহাসড়কে পার্শ্বে চৌমুহনী তৌসিফ ফিলিং ষ্টেশনে সামনে হাজির হরে পোওঁতা গ্রামের মজিবর রহমানের ছেলে আনোয়ার মন্ডল(৩৭), একজন মেয়েকে মারধর করে।এই অবস্থায় এলাকার লোকজন এলে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে জনতা পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে জিজ্ঞাসা বাদ করলে সন্তোষজনক জবাব দিতে পারেনাই।
আটক কৃত আনোয়ার মন্ডল কে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করে। ১৪ই মার্চ সোমবার ৫ জন জুয়ারুকে জুয়া আইনে মামলা রুজু ও ১৫১ ধারার ১ জন আসামী সহ বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …