নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮(আগস্ট) শনিবার বেলা এগারোটার দিকে উপজেলা মৎস্য অফিস সস্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক এর সভাপতিত্বে সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়। এর মধ্যে ২৯ (আগস্ট) রবিবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ এর পুকুরে পোনামাছ অবমুক্ত করণের মধ্যে দিয়ে -২১ মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে।এ ছাড়াও ৩০ (আগস্ট) প্রান্তিক মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক(সদস্য-সচীব) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটি, প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুল্রাহ প্রিন্স, সহ-সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জমান তুহিন ,যুগ্ম সম্পাদক এম.ডি শিমুল, সাংগঠনিক সম্পাদক মুসফিকুর রহমান সবুজ, কোষাধক্ষ্য অরবিন্দ দাস, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, সাহিত্য সম্পাদক, গোলাম মোক্তাদি সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আজিজুল হক, সদস্য সেলিম রেজা, আরিফুর রহমান প্রমূখ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তর সাতদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন। কর্মসূচীর মধ্য রয়েছে মাইকিং, ব্যানার ফেসটুনের মাধ্যমে প্রচারনা, জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের নিয়ে আলোচনা, বিভিন্ন এলাকায় মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে পরামর্শ প্রদান, বিভিন্ন উপকরণ বিতরণ ও শেষ দিনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী ঘোষণা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …