নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ২৯ আগষ্ট চাঞ্চল্যকর ভ্যান চালক হারুনকে হত্যার ৫দিন পর ২জনকে গ্রেফতার করে দুপচাঁচিয়া থানা পুলিশ। গত ২আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জএর নেতৃত্বে দু’টি চৌকশ টিম দুপচাঁচিয়া থানাধীন আশুঞ্জা গ্রমের মৃত-শুকুর আলীর ছেলে মুক্তার হোসেন(৪০),ও দুপচাঁচিয়া পৌর এলাকার ছোট জয়পুরপাড়া মহল্লার জনৈক জিল্লুর রহমানের পালক ছেলে শাকিল(২৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারতৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথাস্বীকার করে বলে জানায়। উল্লেখ্য,দুপচাঁচিয়া থানাধীন ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঘাটমাগুড়া গ্রামের বাসিন্দা অটোভ্যার চালক হারুনুর রশিদ(৪২)কে হত্যাকারীরা কয়েকজন মিলে তার ভ্যান ভাড়া করে রাত্রিতে কোন এক সময়ে কুশ্বর গ্রামে মাঠের মধ্য জমির ক্ষেতে হত্যা করে বলে থানা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্ষক(তদন্ত), মোঃ আব্দুর রশীদ সরকার জানান,গ্রেফতারকৃত আসামীদের বগুড়া বিজ্ঞ আদালতে উপস্থাপন করে ৭দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করা হয়েছে।মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর ভ্যান চালক হারুন হত্যার ৫দিন পর ২জনকে গ্রেফতার
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …