নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১৩ আগষ্ট শুক্রবার রাত ১১ টা ৫ মিনিটে দুপচাঁচিয়া উপজেলা চামরুল ইউনিয়নের বিরুঞ্জ মধ্যপাড়া পাকা রাস্তার পার্শ্বে একটি খোলা জায়গায় গাঁজা বিক্রয় করার জন্য অপেক্ষা করলে গাঁজা সহ ওই ৩ জনকে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজাউদ্দৌলা সরকার সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল রাত এগারটা পাঁচ মিনিটে উক্ত স্থানে উপস্থিত হলে, মাদক বিক্রেতারা টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), মাহম্মদপুরের মৃত-আকামুদ্দিন এর ছেলে সুলতান মন্ডল(২৮), আক্কেলপুরের আব্দুস সামাদের ছেলে হারুনুর রশিদ(৪০)। আটককৃত ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …