নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২০২২ সালের সরকারি ব্যয়ে সূলভ মূল্যে পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চৌমুহনী বাজারে জনৈক আজাহারের গোডাউন সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে চাল বিতরণী কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাবু অরুন কুমার প্রাং, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্ণেলিউস চিসিম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা উপসহকারি প্রকৌশলী মামুন রেজা, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোত্তালেব হোসেন শেখ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুর ইসলাম পলাশ, ডিলার আবু জাহেদ প্রমূখ। চৌমুহনী বাজারে এ ডিলারের মাধ্যমে ৬৪৮ জন সুবিধাভোগীদের মাঝে সূলভ মূল্যে পুষ্টি এ চাল বিতরণ করা হয়।
এদিন উপজেলার ৬টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৬ হাজার ৭শ ৩৭ জন সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সূলভ মূল্যে পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …