নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর খিহালী মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন (১৭) কতিপয় সমাজপতিদের নির্যাতনের কারণে অপমৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত আধা ঘণ্টা ব্যাপি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীর ব্যানারে আলতাফনগর-চৌমুহনী সড়কের আলতাফনগর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী তানভির আহম্মেদ, মিনহাজ, ইসমাইলের সহপাঠি তাবাসসুম আনিকা বৃষ্টি, নাহিদা বানু, মিজানুর রহমান, ইয়াসমিন নাহার প্রমুখ।
বক্তারা মেধাবী ইসমাইলের অপমৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক আঃ সালাম প্রামানিক, আব্দুল গোফ্ফার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ গত ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপচাঁচিয়ার বনতেঁতুলিয়া গ্রামে কবুতর চুরিকে কেন্দ্র করে ছাত্র ইসমাইল হোসেনকে মারপিট ও সালিশ বৈঠকে জরিমানা করার বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ায় লোক লজ্জায় ইসাইল আত্মহত্যা করে। ইসমাইল ওই গ্রামের প্রবাসী বলু প্রামানিকের ছেলে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষার্থী ইসমাইলের অপমৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …