নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির। পরে পুরাতন উপজেলা পরিষদ চত্বরের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে দুর্নীতিকে না বলে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, দুপ্রকের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, দুপ্রকের সাধারণ সম্পাদক আবুল বাশার, সদস্য অসীম কুমার দাস।
এসময় দুপ্রকের সদস্য বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, এনজিও টিএমএসএস এর দুপচাঁচিয়া উপজেলা এরিয়া ম্যানেজার রাসেল মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এনজিও’র কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …