সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থায় আলোচনা সভা ও খাদ্য বিতরণ

দুপচাঁচিয়ায় আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থায় আলোচনা সভা ও খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া:
শোকের মাস উপলক্ষে দুপচাঁচিয়া আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থা কেন্দ্রীয় শাখার উদ্যোগে আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় অস্থায়ী কার্যালয়ে সংস্থার সভাপতি এম আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, প্রভাষক হাম্মাদ আলী, থানার এসআই রাসেল আহম্মেদ, আ’লীগ নেতা আশরাফ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আব্দুর রহিম, তথ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক, সদস্য রেদওয়ান খন্দকার, গোলাম রব্বানী, আতিক রহমান, মোহাইমিনুর, তুহিন আহম্মেদ, সৌরভ, পারভেজ, ওমর ফারুক প্রমুখ।

এদিন গরীব, অসহায় দুস্থদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সংস্থার গ্রুপ পরিচালক মশিউর রহমান। উক্ত অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …