নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির(৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার আলতাফনগর রেলস্টেশনের পশ্চিমে খিহালী গ্রাম সংলগ্ন রেল লাইনের পাশ হতে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহের বাম হাত ভাঙ্গা, মুখ, হাত ও পিঠে ছেলা জখম রয়েছে। তার পড়নে ছিল কালো চেক লুঙ্গি ও গায়ে সাদা নেভী ব্লু ছেড়া গেঞ্জি। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধাকৃত অজ্ঞাতনামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন। লাশের পরিচয় না পাওয়া গেলে ময়না তদন্ত শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …