মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁঁচিয়ায় পুলিশের অভিযানে ৭ জুয়ারু সহ আটক ৯

দুপচাঁঁচিয়ায় পুলিশের অভিযানে ৭ জুয়ারু সহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৭ জুয়ারু সহ আটক ৯ জন। ২৬ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারুকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ জানান, এসআই শাজাহান আলী সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লা থেকে ধৃত- আসামী শামছুল মোল্লার ছেলে আকরাম মোল্লা(৩৫). তার বসতবাড়ির শয়নকক্ষে প্রকাশ্যে জুয়া খেলার সময় ঘটনারস্থলে পুলিশি উপস্থিত হলে জুয়ারুরা পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদেরকে জুয়ার খেলার সরঞ্জামাদী সহ জুয়ার আসর থেকে আটক করে।

আটক আসামীরা হলো গনি প্রাং-ছেলে বাদশা প্রাং(৫০), মৃত-সেফু প্রাং ছেলে মকদুল মোল্যা(৫৪), নুর ইসলাম বুদার ছেলে আলম(২০), শামছুল মোল্লার ছেলে শামীম মোল্লা(২৮), মৃত- নাসির উদ্দিনের ছেলে দিলবর হোসেন(২৮), মহিদুল ইসলামের ছেলে শিমুল সরদার মালু(৩২), সর্ব সাং-দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লা, থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া। জুয়া খেলার সময় দেহ তল্লাসী করে নগদ ৯ হাজার ৪শত ষ্যাট টাকা জব্দ করে। এছাড়াও নিয়মিত মামলা ওয়ারেন্ট মূলে দু’জনকে আটক করে দুপচাঁচিয়া থানা পুলিশ। আটক ৭ জনকে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে ৪ রুজু করে এবং ওয়ারেন্ট আসামী ২ জন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …