নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলার দুই সহস্রাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা দিলেন নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই খাদ্যসহায়তা বিতরণ করেন তিনি।
কোভিড-১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনা সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় আয়-রোজগার হীন হয়ে পড়েছে শ্রমিকরা। তাই শ্রমিকদের সাময়িক কষ্ট দূর করতে এই উদ্যোগ নেয়া হয় বলে জানান সাংসদ।
এই খাদ্যসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী প্রমূখ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …