সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / বিনোদন / দুই যুগ পর সিনেমার গান গাইলেন দিলরুবা খান

দুই যুগ পর সিনেমার গান গাইলেন দিলরুবা খান

বিনোদন ডেস্ক
সরকারি অনুদানে নির্মাণাধীন শিশুতোষ চলচ্চিত্র ‘পায়নার চিঠি’। এতে ‘জান রে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন লোকগানের গুণী কণ্ঠশিল্পী দিলরুবা খান। এর মাধ্যমে সুদীর্ঘ দুই যুগ পর কোনো সিনেমার গানে কণ্ঠ দিলেন ‘পাগল মন’খ্যাত এই গায়িকা।গানটির কথা ও সুর করেছেন সিনেমাটির পরিচালক নিশীথ সূর্য নিজেই। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।এ গান প্রসঙ্গে দিলরুবা খান বলেন, ‘এটি লোক ঘরানার খুব আবেগী কথার একটি গান। খুব দরদ দিয়ে গানটি গেয়েছি। গেয়েছি মানে, গাওয়ার সময় কথা-সুরের মায়ায় ডুবে গিয়েছিলাম। দীর্ঘ বিরতির পর সিনেমার জন্য গানটি গেয়ে ভালো লাগছে, যদিও সিনেমার গানের জন্য বাড়তি আগ্রহ অনেক আগেই মরে গেছে।’সিনেমার গানের আগ্রহ মরে যাওয়ার কারণ কী? উত্তরে তিনি বলেন, ‘আমার গানগুলো শুধু জনপ্রিয় নয়, কালজয়ীও। আমার কণ্ঠের সেই গানগুলো এখনো সমান জনপ্রিয়। বিভিন্ন মাধ্যমে এ প্রজন্মের ছেলে-মেয়েরা নিয়মিত গাই। অথচ, গান বাজারে আমার অধিক চাহিদার থাকার সময় প্রযোজক-পরিচালকরা আমাকে দিয়ে গান করাননি।’ 

দিলরুবা খান

‘এর কারণ হিসেবে জেনেছি, ঐ সময়ের কোনো নায়িকা-অভিনেত্রীর ঠোটে নাকি আমার কণ্ঠ যেতো না। আমাকে হতাশ করে দেওয়া হয়েছে। যে কারণে আমি আগ্রহ হারিয়ে ফেলি। এছাড়া মাঝে দীর্ঘ অসুস্থতার কারণে ৭-৮ বছর গান থেকে দূরে ছিলাম। এখন নিয়মিতই কাজ করছি। সামনে টানা বেশকিছু গান প্রকাশ করবো।’আগামী বছরের শুরুর দিকে ‘পায়রার চিঠি’ মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।‘পাগল মন মনরে’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘নির্জন যমুনার কূলে’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘কাগজ গেলো দিস্তা দিস্তা’, ‘বনমালি তুমি পরজনমে হইও রাধা’সহ আরও বেশকিছু কালজয়ী গানের খ্যাতনামা শিল্পী দিলরুবা খান।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …